মালদা

জেলার ১৫ টি ব্লকের একটি করে বিদ্যালয়কে দেওয়া হল নির্মল বিদ্যালয়ের পুরুস্কার

বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে আয়োজন করা হয় নির্মল বিদ্যালয় পুরুস্কার প্রদান অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল। 
জানা যায়, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মতো মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পালনকরা হয়েছিল নির্মল বিদ্যালয় সপ্তাহ অভিযান। যেখানে অঙ্ক প্রতিযোগিতা, শিক্ষার গুণগত মান, পরিষ্কার পরিছন্নতা, পরিবেশ উন্নয়ন, ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান করে বিভিন্ন ভাবে সপ্তাহব্যাপী পালন করা হয়েছিল নির্মল বিদ্যালয় অভিযান। এর জন্য জেলা স্তরের একটি টিম রয়েছে সমস্ত কিছু বিচার করার জন্য। প্রায় ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবকটি নির্মল ঘোষণা হয়ে গেছে। এবং তার মধ্যে ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কয়টি বাকি আছে যা আগামী ২রা জুলাইয়ের মধ্যে তার কাজ করা হবে বলে জানান অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল। বৃহস্পতিবার এই মর্মে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মল বিদ্যালয় পুরুস্কার প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলার ১৫ টি ব্লকের একটি করে বিদ্যালয়কে বেছে নিয়ে নির্মল বিদ্যালয়ের পুরুস্কার তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।